শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
২৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দেশে বড় অঘটনের শঙ্কা      নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা      বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত      বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন      মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা ও সংকট থেকে মুক্ত করেছেন জিয়াউর রহমান : রিজভী      বৃহস্পতিবারের আলোচিত সংবাদ      ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি      
রাজনীতি
যেহেতু জোট হয়েছি ধানের শীষ প্রতীকেই নির্বাচন করব : ববি হাজ্জাজ
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:২৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, যেহেতু আমরা জোটবদ্ধ হয়েছি, ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করব। কোনো ষড়যন্ত্রই আমাদের ঠেকাতে পারবে না।

বুধবার (৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। ষড়যন্ত্র যতোই হোক, আমরা ধানের শীষের প্রার্থীর পক্ষেই মাঠে থাকব।”

সভায় বক্তারা বলেন, বিরোধীরা কখনও পিআর পদ্ধতি, কখনও গণভোটের কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে—এটি আসলে নির্বাচনী ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে ধানের শীষ প্রতীকের প্রার্থীই বিপুল ভোটে বিজয়ী হবেন। এটা তারা আগেই জেনে গেছে শুধু এ কারণে একেক সময় একেক কথা বলে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ (বাবু) বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দল নয়, শুধু ধানের শীষকেই চিনি। এই আসনে শিক্ষিত ও সৎ প্রার্থী ববি হাজ্জাজই আমাদের যোগ্য প্রতিনিধি।” তিনি দাবি করেন, কিশোর গ্যাং সংস্কৃতি এই এলাকাকে কলুষিত করেছে, যা তৈরি হয়েছিল আওয়ামী লীগের সময়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন। তাই একজন আদর্শ ও শিক্ষিত ব্যক্তিকে আমরা পেয়েছি, তা হচ্ছে ববি হাজ্জাজ।

তিনি আরও জানান, “মোহাম্মদপুরের সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলালের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। তাকে মাঠে ফিরিয়ে আনতে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

ববি হাজ্জাজ তার বক্তৃতায় বলেন, “দেশে নানা ষড়যন্ত্র চলছে, কোথাও কোথাও আগুন লাগানো হচ্ছে—সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমানের ৩১ দফা আমাদের কর্মপথ।” তিনি অভিযোগ করেন, জোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারবে না—এমন প্রচারও একটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। দেশি-বিদেশি ও শেখ হাসিনার নেতৃত্বাধীন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না বলেও জানান ববি হাজ্জাজ। 

তিনি আরও বলেন, “আমি চাঁদাবাজি করি না, আমার হয়ে কেউ চাঁদা চাইবে না। আমি এসেছি দিতে, নিতে নয়। নির্বাচিত হলে মোহাম্মদপুরসহ ঢাকা-১৩ আসনকে সন্ত্রাসমুক্ত মডেল আসনে পরিণত করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, সদস্য আলহাজ নাসির উদ্দিন, এম. এস. আহমাদ আলী ও তাসলিমা চৌধুরী রিতা। সভা পরিচালনা করেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুর রহমান লিটন এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ (বাবু)।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   ভোট   ববি হাজ্জাজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে বড় অঘটনের শঙ্কা
নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা
বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে : প্রকৌশলী আহসান হাবীব
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন

সর্বাধিক পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে পর্যটনবান্ধব করে তোলে : নুজহাত ইয়াসমিন
এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা!

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close