শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবি ও ব্র্যাক সিডের মধ্যে সমঝোতা চুক্তি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে কৃষির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নতুন দিগন্ত উন্মোচনকারী এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির মূল উদ্দেশ্য হলো কৃষিক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা পরিচালনা, টেকসই কৃষি প্রযুক্তি ও পণ্যের ব্যবহার সম্প্রসারণ, শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং উদ্ভাবিত জাত ও প্রযুক্তির মাঠ পর্যায়ে ব্যবহার নিশ্চিত করা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্বায়নের এ যুগে যৌথ ইন্ডাস্ট্রিয়াল ও আন্তর্জাতিক কোলাবোরেশন অত্যন্ত জরুরি। ব্র্যাক সিডের সাথে এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হলে গাকৃবির গবেষণা ক্ষেত্র আরো শাণিত হবে।

এ সময় তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বলে গর্বের সঙ্গে উল্লেখ করেন।

গাকৃবির রেজিস্ট্রার আবদুল্লাহ্ মৃধার সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষে প্রেজেন্টেশন দেন সহকারী জেনারেল ম্যানেজার ড. আরিফুল ইসলাম। এ সময় গাকৃবির পক্ষ থেকে প্রদর্শন করা হয় একটি ডকুমেন্টারি যেখানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, উদ্ভাবন ও সাফল্যের বিবিধ দিক তুলে ধরা হয়। পরে গাকৃবির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ এবং ব্র্যাক সিডের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “কৃষক ও খামারি পর্যায়ে উদ্ভাবিত জাত ও প্রযুক্তিগুলো ছড়িয়ে দিতে আমরা এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা চাই।” তিনি দেশের অর্থনীতিকে আরো সমুন্নত করতে এ চুক্তির মাধ্যমে দেশ ও বিদেশের কৃষিতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে যৌথভাবে সমাধান করার কথা ব্যক্ত করেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ব্র্যাকের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক আজিজুল হক, গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক ও সিনিয়র শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ ১৯৭২ সাল থেকে টেকসই কৃষির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ক্ষুধা দূরীকরণে কাজ করে আসছে। কৃষক প্রশিক্ষণ ও ঘরোয়া সবজি চাষ দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এখন উচ্চমানের সবজি, ভুট্টা, ধান, আলু ইত্যাদির বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  গাকৃবি   ব্র্যাক সিড   সমঝোতা চুক্তি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close