বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের মহাপিণ্ড দান অনুষ্ঠান।
এ উপলক্ষে বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টায় বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহার থেকে প্রায় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষুর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বান্দরবান সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিণ্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন বোমাং রাজা উচ প্রু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং, রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার মং ওয়ে প্রু, সিনিয়র সহসভাপতি মং ক্য শোয়েনু নেভীসহ বৌদ্ধ সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ।
পিণ্ডদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ অর্থ, চাল, ফল, মিষ্টি, মোম ও আগরবাতিসহ নানা উপকরণ দান করেন এবং দেশ ও মানুষের সুখ-শান্তি কামনা করেন।
এদিকে, বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানের পর ভিক্ষুদের সম্মানে পিণ্ডদান (রান্না করা খাবার) উৎসবের আয়োজন করা হয়। পূণ্য লাভের আশায় শতশত শিশু, কিশোর ও নারী-পুরুষ সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে ভিক্ষুদের পিণ্ডদানের পাশাপাশি নানা প্রকার মিষ্টান্ন ও খাবার দান করেন।
উল্লেখ্য, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বিহারে বর্ষাবাস পালন করেন। এরপর মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শেষে মহাপিণ্ড দান উৎসবের আয়োজন করা হয়।
কেকে/ আরআই