কুষ্টিয়ার ভেড়ামারায় দক্ষিণ রেলগেটে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উদ্বোধন হলো দেশীয় ব্র্যান্ড হিসনা এগ্রো ফুডের প্রথম আউটলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. সোহেল রানা, প্রমোশন কর্মকর্তা মো. সোহাগ আহমেদ, সম্প্রসারণ কর্মকর্তা শাপলা সুলতানা, ভেড়ামারা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম. আবু ওবাইদা আল মাহাদী, হিসনা এগ্রো ফুডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, নির্বাহী পরিচালক মোছা. সাদিয়া রহমান, পরিচালক তারিক আহমেদ, ব্যবস্থাপক সোহরাব আহমেদ, লিভান এগ্রোর প্রোপাইটর আরিফ হোসেন, উদ্যোক্তা তামিম, সিয়াম ও মাওলানা মো. আজম প্রমুখ।
অনুষ্ঠানে বিসিক কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক মো. সোহেল রানা বলেন, ‘ইতিপূর্বে বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হিসনা এগ্রো ফুডের কারখানা পরিদর্শন করেছেন। সার্বিক ব্যবস্থাপনা ও উৎপাদন প্রক্রিয়া দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। তিনি হিসনা এগ্রো ফুডের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।’
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা আব্দুর রহমান সোহাগ বলেন, ‘ভেজালের ভিড়ে শতভাগ নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যপণ্য উৎপাদন করে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হিসনা এগ্রো ফুডের যাত্রা শুরু। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখাই আমাদের মূল উদ্দেশ্য।’
প্রতিষ্ঠানটি বিসিক নিবন্ধিত এবং ইতোমধ্যেই বিএসটিআই অনুমোদনসহ আন্তর্জাতিক মান সনদ ISO-9001 ও HACCP অর্জন করেছে বলে জানানো হয়।
কেকে/বি