ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় দৈনিক ভোরের কাগজের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয় ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাহ আলম সাজু। দীর্ঘদিন ধরে তিনি কখনো আত্মগোপনে, কখনো এলাকায় অবস্থান করলেও পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শাহ আলম সরকার সাজুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, মাদক, হত্যাচেষ্টা, চাঁদাবাজিসহ রাজনৈতিক ঘটনা সংশ্লিষ্ট অভিযোগে থানা ও আদালতে অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে। পেশায় সাংবাদিক হলেও তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় একটি অংশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এছাড়া, তার সঙ্গে গোবিন্দগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদসহ দলের একাধিক নেতার ঘনিষ্ঠতাও ছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
কেকে/এআর