যশোরের কেশবপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
এ সময় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএ