নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ স্থাপনের দাবি উঠেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগাতিপাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক মো. আরিফুল ইসলাম তপু।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, “৩৬ জুলাই ২০২৪” বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী যুগে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। ওই মাসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যে সব সাহসী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ জাতির মুক্তি ও মানবিক মর্যাদার সংগ্রামকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
আরিফুল ইসলাম তপু আবেদনপত্রে বলেন, “একটি স্মৃতিস্তম্ভ কেবল স্থাপত্য নয়—এটি জাতির আত্মমর্যাদার প্রতীক, ইতিহাসের জীবন্ত দলিল এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস।”
তিনি আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসন জনস্বার্থে ও ইতিহাস সংরক্ষণের প্রয়োজনে স্মৃতিস্তম্ভ স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করবে।
আবেদনপত্রটি গ্রহণ করে মারুফ আফজাল রাজন বলেন, “আবেদনটি পেয়েছি। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যেই আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুনজুর রহমান, উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হলে এটি বাগাতিপাড়াকে জাতীয় আন্দোলনের স্মৃতি সংরক্ষণের গৌরবময় কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।”
কেকে/ এমএ