নেত্রকোনার মদন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার ফতেপুর ইউনিয়নে ফতেপুর নয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের আলী মোহাম্মদ ও রহমানের ছেলে-মেয়েদের নিয়ে কথাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে নারীসহ ১৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন রেজিয়া আক্তার (৪০), রহমান (৬০), আজহার (৬০), জিয়া রহমান (৪০), ফজু শেখ (২০), আজহার (৪০), রিয়াদ (৪০), তানজিলা (২৪), নুর মোহাম্মদ (৫০), আলী মোহাম্মদ (৬০), হবু মিয়া (৮০), রাহুল (১৪), খালেদা (৩২)।
তাদেরকে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বলেন, ‘এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ