কুড়িগ্রামের রৌমারীতে জাল টাকাসহ শফিকুল ইসলাম নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বন্দবেড় ঈদগাহ মাঠের পাশে আবু বক্কর সিদ্দিকের দোকানের কাছ থেকে স্থানীয়রা তাকে আটক করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় এলাকার ঈদগাহ মাঠের পাশে আবু বক্কর সিদ্দিক নামের একটি দোকানে ৫০০ টাকার জাল নোট দিয়ে ৫০ টাকার পণ্য কেনাকাটা করেন শফিকুল ইসলাম নামের এক যুবক। পরে পাশের রাকিব নামের আরেকটি দোকানদারকে ৫০০ টাকার জাল নোট দিয়ে ১৫০ টাকার পণ্য কেনা হয়। এ সময় তাকে আটক করে রাখেন স্থানীয়রা। এ সময় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন আটক ওই যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় আনে পুলিশ। আটক ওই যুবকের কাছ থেকে একটি প্রেস কার্ডও উদ্ধার করা হয়। পরে সত্যতা যাচাই করতে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা হলে তিনি জানিয়ে দেন, শফিকুল ইসলাম নামের ওই প্রতিবেদককে চেনেন না। জাল টাকাসহ আটক শহিদুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্ডারা এলাকার নজরুল ইসলামের ছেলে।
তিনি আরও জানান, ৫০০ টাকার দুটি জাল নোটসহ আটক ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতের মাধম্যে জেলহাজতে পাঠানো হয়েছে।
কেকে/ আরআই