সারের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে পাচারের সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সারবোঝাই একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পাটগ্রাম পৌর শহরের বাইপাস সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফারুক হোসেন সরকারি বরাদ্দের ডিএনপি সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ভ্যানযোগে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে পাঠাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী সারবাহী ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪১৬ বস্তা ডিএনপি সার জব্দ করে। তবে ট্রাকে ৭০০ বস্তা সার ছিল বলে স্থানীয়রা জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান। অবৈধভাবে বেশি দামে সার বিক্রির দায়ে বিসিআইসি ডিলার ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ডিলার ফারুক হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি সার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কেকে/ আরআই