লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৪১৬ বস্তা রাসায়নিক সার আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বাইপাস মোড় থেকে এসব সার আটক করা হয়।
জানা যায়, পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের বরাদ্দকৃত টিএসপি, ইউরিয়া ও পটাস—মোট ৪১৬ বস্তা সার উপজেলার বিসিআইসি সার ডিলার মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক হোসেন লালমনিরহাট জেলা বাফার গোডাউন হতে উত্তোলন করে পাটগ্রাম নিয়ে আসেন। ওই বরাদ্দকৃত সার তার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ট্রেডার্স পাটগ্রাম থানা পাড়ার গোডাউনে আনলোড না করে গোপনে বাইপাস মোড়ে সরাসরি ট্রাক হতে ভ্যানগাড়িতে তুলে দহগ্রাম ও পানবাড়ি এলাকার বিভিন্ন খুচরা বিক্রতার কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করছিলেন। এ খবর শুনে স্থানীয় কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সার আটক করে এবং ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবসায়ীর ৪১৬ বস্তা সার জব্দ করেন এবং ব্যবসায়ীকে ৬ মাস কারাদণ্ড অনাদায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ জানায়, ইউএনও উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় বাইপাস রোড থেকে সরকার বরাদ্দ সার মজুদ থাকা সত্ত্বেও অধিক মুনাফা লাভের আশায় নির্দেশ অমান্য করে মজুদ ও খুচরা বিক্রির অপরাধে শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক ভর্তি ৪১৬ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।
উত্তম কুমার দাশ বলেন, ‘সারের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় এবং কৃষি ও কৃষকের স্বার্থে আমাদের সব প্রকার চেষ্টা অব্যাহত থাকবে।’
কেকে/ এমএ