গাইবান্ধার সাঘাটায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার কমলপুর ড্রিম সিটি পার্ক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আলম সরকার।
তিনি নব নির্বাচিত কমিটির সকলের উদ্দেশ্যে বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা স্বপন শেখ, সাঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক বাবু সাগর চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া, এবং ইউনিয়নের অন্যান্য শ্রমিকবৃন্দ।
কেকে/বি