পাবনার আটঘরিয়ায় পূর্ব শত্রুতার জেরে লাভলী খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রোকনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাভলীর স্বামী কনক হোসেনের সঙ্গে একই গ্রামের সবির আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, কনক হোসেন সেদিন বিষ ছিটানোর মেশিন মেরামত করতে মুলাডুলি বাজারে যান। এ সুযোগে মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত বাড়ির পেছনের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা স্বামীর কণ্ঠস্বর নকল করে দরজা খুলতে বলে। লাভলী দরজা খোলার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাকে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় লাভলীর ছেলে সজীব ঘুম ভেঙে চিৎকার দিলে দুর্বৃত্তরা লাভলীকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে কনক বাড়ি ফিরে এসে উঠানে স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় সকাল ৯টার দিকে লাভলীর মৃত্যু হয়।
লাভলীর ছেলে সজীব জানায়, ঘটনার সময় চেচামেচি শুনে আমার ঘুম ভেঙে যায়। তখন দেখি তিনজন লোক কালো কাপড় দিয়ে মুখ ঢাকা, আমার মাকে গলা টিক মেরে ফেলার চেষ্টা করছে। আমার মায়ের গলায় এবং হাতে দাগ আছে।
স্বামী কনক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সবির গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছে। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে দেখি আমার স্ত্রী অচেতন অবস্থায় উঠানে পড়ে আছে। এসময় আমার ছেলে কান্নাকাটি করে এসে আমাকে বলে তিনজন কালো মুখোশ পড়ে মাকে গালাটিপে হত্যার চেষ্টা করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা আমরা যাচাই করছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
কেকে/ আরআই