নানার বাড়ি থেকে ফেরা হল না শিশু মুবিনের
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:৩৫ পিএম

ছবি: প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মুবিন হোসেন (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁশড়া গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মুবিন হোসেন ইউনিয়নের সারারপাড়া গ্রামের মো. নাহিদ ইসলামের ছেলে।
কুসুম্বা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম বলেন, ‘কয়েক দিন আগে মুবিন তার মায়ের সাথে তার নানা সাখোয়াতের বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বেলা সাড়ে ১১ টার দিকে মুবিন বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর উঠানে দেখতে না পেয়ে খোঁজখুজি করার সময় বাড়ীর উত্তর পাশে ৩০ ফুট দূরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার মা চিৎকার দেন।
‘পরে আশপাশের লোকজন এসে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শিশু মুবিনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/এমএ