মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মাগুরা-মহম্মদপুর সড়কের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়।
মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও তার অনুপস্থিতিতে গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতারা দাবি করেছেন, এই গণমিছিলে অন্তত ১৫ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নিয়েছেন। তারা বলেন, সরকারের দমন-পীড়ন, গ্রেফতার ও হয়রানি সত্ত্বেও বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার’ আহ্বান জানান।
কেকে/ আরআই