কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের দরগা হাটি জামে মসজিদে একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মিয়া (৭৫) ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া (৫০) নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, সংঘর্ষে আহত ২৭ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/এজে