নওগাঁয় হতদরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুর হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ পাভেল, নওগাঁয় বিএনএফ-এর সমন্বয়কারী রুস্তম আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভা শেষে ২০ জন হতদরিদ্র ও বিধবা নারীর মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।
কেকে/ আরআই