ভোলার চরফ্যাসন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বেপারি বাড়ির পাশে গুচ্ছগ্রামসংলগ্ন খাল থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যে শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত কাশেম আলীর ছেলে ছিদ্দিক মিয়াজী গত সোমবার বিকেলে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। আজ খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের পর নিহত ছিদ্দিক মিয়াজীর স্বজনরা থানায় এসে মরদেহটি তার বলে শনাক্ত করেন। তাদের দাবি, ছিদ্দিক মিয়াজী একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
কেকে/ আরআই