সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের একটি কবরস্থান থেকে একযোগে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে চোরেরা কবরস্থান থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে দাফন হওয়া লাশগুলোর কঙ্কাল চুরি করে। বুধবার (২২ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে কবরস্থানে বিপুলসংখ্যক লোকজন ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়।
স্থানীয় শিক্ষক সানোয়ার হোসেন বলেন, এক থেকে দেড় বছর আগের ১৬টি কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে। তবে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরেরা তাদের ব্যবহৃত ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্রপাতি রেখে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানান, গত সোমবার অমাবস্যার রাতের কোনো এক সময় কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বিষয়টি মুসল্লি ও স্বজনদের মাধ্যমে জানাজানি হয়। ওইসব কবর খেয়াল করলে দেখা যায় মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল চুরি হয়েছে। খুঁড়ে রাখা কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বলেন, এ ঘটনায় আজ বুধবার বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ আরআই