ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে "গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট" আগামী ৭ নভেম্বর ২০২৫ ইংরেজী শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
বাংলাদেশ-ওমানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন। এই ফুটবল টুর্নামেন্ট ২ মাসব্যাপী চলবে।
আগামী শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০টায় বিপুল উৎসাহ উদ্দীপনায় দর্শকদের টানটান উত্তেজনায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে ওয়াদি কবির মাস্কাট ক্লাব স্টেডিয়ামে এবারের আসরের পর্দা উঠবে।
ওমানে বসবাসরত প্রবাসীদের সরাসরি অংশ গ্রহণে এ টুর্ণামেন্ট উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত।
এতে উপস্থিত থাকবেন সোশ্যাল ক্লাব ও ক্লাব উইংয়ের কর্মকর্তারা, ক্রীড়া সংগঠক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ।
এছাড়া গ্যালারী ভর্তি প্রবাসী দর্শকদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণতা পাবে। এদিকে সকল উইংসের নেতৃত্বে বিশাল উৎসবে পরিণত হবে খেলার মাঠ। টানা ২ মাস ধরে প্রবাসীদের মাঝে বাড়তি আনন্দ যোগ হবে এ টুর্ণামেন্টে। এমনটাই মনে করেন ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক।
এই বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্ট আনন্দময় ও সফলভাবে সম্পন্ন করতে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে জানায় সোশ্যাল ক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজ।
ইতিমধ্যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাথে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল টীম ম্যানেজমেন্ট কমিটির আলোচনা ও চুক্তিপত্র সম্পাদিত হয়েছে।
এ সময় পরিচালনা কমিটির সকল সদস্য ও ফুটবল টীমের ম্যানেজার, ক্যাপ্টেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে সবাই নৈশভোজে অংশ নেন।
কেকে/বি