চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার নিহত হয়েছে।
নিহত মজিদ মিয়া সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত. ইছা মিস্ত্রির ছেলে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মজিদ মিয়া মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় মেহেরপুরের দিক থেকে চুয়াডাঙ্গার দিকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল মজিদ মিয়াকে ধাক্কা দিলে সড়কের উপর আছড়ে পড়ে। এতে সে পায়ে ও মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারায়।
এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মামলার প্রক্রিয়া চলছে । মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।
কেকে/বি