শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে উৎসব মানে পারিবারিক উচ্ছ্বাসের এক অন্য নাম। পুজো হোক বা ক্রিসমাস রাজ, ইউভান আর ইয়ালিনীকে নিয়েই তার আনন্দ সম্পূর্ণ হয়। তবে এ বছর দীপাবলিতে শুভশ্রী কাজে ব্যস্ত থাকায় এবার প্রদীপ ধরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ছোট্ট ইয়ালিনী। টালিউডের এই তারকা পরিবারের ক্ষুদে সদস্যই যেন আলোয় ভরিয়ে দিয়েছে গোটা ঘর।
সম্প্রতি শুভশ্রীর সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ পায়। যেখানে দেখা যায়, প্রদীপে সলতে পাকাতে ব্যস্ত ইয়ালিনী। শুভশ্রী কন্যার পরনে ছিল সুতার কাজ করা জামা, কপালে ছোট্ট টিপ। তবে সঙ্গে নেই মা শুভশ্রী। তাতে কী? বাড়ির মেয়ে বলে কথা, ইয়ালিনী একাই একশ। সলতে পাকানোর পর প্রদীপে তেলও ঢালে সে।
ভিডিওতে আরও দেখা যায়, প্রদীপ ধরানোর দায়িত্ব ইয়ালিনী নিলেও, তাকে বলে বলে দিচ্ছেন তার পিসতুতো বোন সৃষ্টি পাণ্ডে। বোনের নির্দেশ মতোই ইয়ালিনী অত্যন্ত দক্ষতার সঙ্গেই সব কাজ করে ফেলে। আর সে সময় ভিডিওর এক পর্যায়ে ইভভানকেও দেখা যায়।
গতকাল রোববার কালীপুজো উদ্বোধনের জন্য মালদহ গিয়েছিলেন শুভশ্রী। আর সে সুযোগেই মায়ের অনুপস্থিতিতে আলোয় বাড়ি সাজাল মেয়ে।
কেকে/ আরআই