বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহিদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহিদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি। অনেকের দাবি মেনে নেয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ডা. শফিকুর রহমান বলেন, আগেও দুর্নীতি হয়েছে, এখনও বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ন্যায্য দাবি আদায় শ্রমিকদের রাস্তায় নেমে আর মার খেতে হবে না।
তিনি অভিযোগ করেন, অনেক শ্রমিক সংগঠন শ্রমিকের অধিকার বিক্রি করে সংগঠনকে লাভবান করেছে, শ্রমিকের কিছুই হয়নি।
কেকে/এজে