এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পাটগ্রাম উপজেলা চত্ত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মমিনুল হক কোয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম সিনিয়র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবুল কালাম আজাদ, পাটগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফনি ভূষন শর্মা।
এ সময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তিন দফা থেকে ১ দফায় রুপান্তরিত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
ওয়ালিউর রহমান সোহেল বলেন, ‘৫০০ টাকা দিয়ে ডাক্তার তো দূরের কথা, কবিরাজেও দেখাতে পারেন না এমপিওভূক্ত শিক্ষকরা।’
বক্তারা শিক্ষকের উপর হামলাকারী পুলিশের উপ-কমিশনারে (ডিসি) প্রত্যাহার দাবি করেন।
কেকে/ এমএ