‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বান্দরবান এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাদাছড়ির গুরুত্ব নিয়ে আলোচনা করে বলেন, সাদাছড়ির আধুনিকায়নের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন তরান্বিত হচ্ছে। এসময় বক্তারা প্রতিবন্ধীদের চলার পথে অবহেলা না করে তাদের সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে বান্দরবানের ৫ জন প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়।
কেকে/ আরআই