বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লার লাকসাম বাজারে লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।
লিফলেট বিতরণ সামিরা আজিম দোলা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসীম উদ্দীন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান, সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম বাচ্চু এবং যুবদল নেতা জাহিদসহ অনেকে।
কেকে/বি