‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রেদুয়ানুল হাকিম।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমঙ্গল কুমার দাস, পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মাহাবুবা মাহি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জয়নাল আবেদীন, সহকারী প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান, আজমির হোসেন, এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া প্রমুখ।
এছাড়াও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। র্যালি শেষে হাত ধোয়া অনুশীলন করে। সঠিক সময়ে সঠিক নিয়মে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করেন উপস্থিত সকলে।
কেকে/ এমএস