কসবা-আখাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সালদানদী, শশীদল, শংকুচাইল ও অন্যান্য বিওপির সদস্যরা এসব পণ্য জব্দ করেন।
জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবা, আখাউড়া, ব্রাাক্ষণপাড়া ও বুড়িচং সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে বিজিবি সদস্যরা।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ কসমেটিক্স, খাদ্য সামগ্রী ও আতশ বাঁজি। এসব জব্দকৃত পণ্য সামগ্রী নিকটস্থ আখাউড়া কাস্টমস্ এ জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান। তিনি বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেশ তৎপর রয়েছে এবং তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের জন্য দিন-রাত কাজ করছে। অত্যাধুনিক সার্ভেলেন্স রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা ব্যবহারের মাধ্যমে বিজিবি তাদের অপারেশনাল সক্ষমতা দ্বিগুন বাড়িয়েছে, যা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে। তারা শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও সর্বদা নিয়োজিত রয়েছে।
কেকে/ এমএস