জাতীয় পলিসি হ্যাকাথন ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘টিম কনভার্স’।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইনস্টিটিউট ফর ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) এবং ইয়ুথ ফর পলিসির আয়োজনে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অনুষ্ঠিত হয় “এডুকেশন টাইমস ফর ট্রানজিশন” শীর্ষক এই হ্যাকাথন।
দেশের ২২টি জেলার প্রতিনিধিত্বকারী দলের মধ্যে থেকে রংপুর জেলার প্রতিনিধি টিম কনভার্স চূড়ান্তভাবে চ্যাম্পিয়ন হয়। দলের সকল সদস্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ২২টি দলের মধ্য থেকে ১৫টি দলকে পাঁচদিনব্যাপী ঢাকায় আয়োজিত রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয়। সেখানে অনুষ্ঠিত হয় নিবিড় প্রশিক্ষণ ও ফাইনাল সেগমেন্ট।
টিম কনভার্স টিমের নেতৃত্বে ছিলেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খোকন ইসলাম। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—ম্যানেজমেন্ট সিষ্টেম বিভাগের ২০২০-২১ পরীক্ষা বর্ষের শিক্ষার্থী কাজী রিজওয়ানুর রহমান ইংরেজি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আইরিন আক্তার লাবণ্য এবং দুর্যোগ ও বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আফিয়া জামান।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে খোকন ইসলাম বলেন, পাঁচ দিনে আমরা অনেক কিছু শিখেছি। আমার টিমমেট্র চমৎকার করেছে। আমরা এটা নিয়ে আমাদের ক্যাম্পাসে কাজ করব। তাছাড়াও উদ্যোক্তাদের নিয়েও থাকবে কাজ। এর আগে ও এসব কাজ করতে গিয়ে অনেক সংগ্রাম পার করতে হয়েছে। অবশেষে আমরা সফল। এ অনুভুতি বলে প্রকাশ করা যাবেনা।
কেকে/ আরআই