বুধবার, ১৫ অক্টোবর ২০২৫,
৩০ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
শিরোনাম: পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, সড়কে যান চলাচল বন্ধ      ‘জার্মানি থেকে অমোচনীয় কালি আনা হয়, মুছে যাওয়ার সুযোগই নেই’      চতুর্থ দিনেও চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন      দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা      নির্বাচন ঠেকাতে আরেকটি এক-এগারোর পাঁয়তারা      দীর্ঘ ৩৫ বছর পর আজ চাকসু নির্বাচন      মিরপুরে নিহতের ঘটনায় তারেক রহমানের শোক      
দেশজুড়ে
পঞ্চগড়ে শিক্ষিকার বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের অনশন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পঞ্চম দিনেও ক্লাস বর্জন ও অনশন করেছে শিক্ষার্থীরা।   

মঙ্গলবার (১৪ অক্টোবর) মির্জাপুর ইউনিয়নের ৪৫ নস্বর জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। 

শিক্ষার্থীরা বলেন, সহকারী শিক্ষিকা পপি আক্তারের বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। 

গত ৮ অক্টোবর পপি আক্তারকে পঞ্চগড় সদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। প্রতিষ্ঠানটিতে ৬ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন ৩ জন। 

শিক্ষার্থীরা বলেন, স্কুলে পপি ম্যাম না থাকলে আমাদের পড়াশোনা হবে না। ম্যাম আমাদের স্কুল শুরুর আগে এবং স্কুল ছুটির পরেও বিনা টাকায় প্রাইভেট পড়ান। স্কাউটিংয়ের ক্ষেত্রেও তার অবদান অসামান্য। তার কারণেই আমরা স্কাউটিং শিখেছি এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পুরস্কার পেয়েছি। 

অভিভাবক সালাম বলেন, পপি ম্যাম একজন শিক্ষার্থী-বান্ধব ও দায়িত্বশীল শিক্ষিকা। তিনি নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের দেখভাল করেন। 

প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি অনিল চন্দ্র পাল বলেন, তার বদলিতে আমরাও দুঃখ পেয়েছি। তাকে জানুয়ারীতে বদলী করলে আমাদের আপত্তি থাকত না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। আমাদের বাচ্চাগুলো ভেংগে পড়েছে। 

প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম বলেন, সহকারী শিক্ষিকা পপি আক্তারের বদলির কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, যার ফলস্বরূপ তারা এই অনশন করছে। 

এ বিষয়ে আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মাসুদ বলেন, এটা সরকারী আদেশ। আপিল করার সুযোগ আছে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার বলেন, ওই শিক্ষিকাকে যেহেতু বদলি করেছি। উনি সেখানে যেতে চায় না ৷ প্রশাসনিক কারণে বদলী করা হয়েছে ৷ সেচ্ছায় সেখানে দিব না, উনি যদি চায় তাহলে দিব (সাময়িক ৩ মাসের জন্য)।

কেকে/বি 
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পিআরসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন
গাকৃবি’তে তিন গবেষণা প্রকল্পের উদ্বোধন
জাতীয় পলিসি হ্যাকাথনে চ্যাম্পিয়ন বেরোবির ‘টিম কনভার্স’
নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকলনবীশদের সিন্ডিকেট
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সর্বাধিক পঠিত

লালপুরে সরকারি রাস্তার মাটি কাটায় জরিমানা
স্বর্ণের ঊর্ধ্বগতি থামছেই না, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার টাকায়
নির্বাচন ঠেকাতে আরেকটি এক-এগারোর পাঁয়তারা
জিরানী বাজার স্ট্যান্ডে যানজট সমস্যা সমাধানে আলোচনা সভা
নেত্রকোণা-৩ আসনে আলোচনায় রোটারিয়ান নাজমুল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close