ফরিদপুরে জেলা প্রশাসন এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম, গ্রাম আদালত ফরিদপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার (প্রকল্প) শরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে প্রতিবছর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে দুর্যোগপূর্ব সতর্কতা, সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষিত কর্মী গড়ার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এ সময় জানানো হয়, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের মাধ্যমে একটি করে কমিটি গঠন করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কেকে/ আরআই