বিশ্বখ্যাত ব্রিটিশ সাময়িকী টাইমস হায়ার এডুকেশনে প্রকাশিত ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবারও বাংলাদেশের শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণার মানের দিক থেকে গাকৃবি বিশ্বব্যাপী ৪৬১তম স্থান অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত।
সামগ্রিকভাবে গাকৃবি’র অবস্থান ৮০১-১০০০ ব্যান্ডে। এ মূল্যায়নে শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প–সম্পৃক্ততা এবং আন্তর্জাতিকীকরণ—এই পাঁচটি সূচকে মোট ১,৩১৮টি সূক্ষ্ম মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে। এ বছর র্যাঙ্কিংয়ে ১১৫টি দেশের ২,১৯১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেয়। যার মধ্যে গাকৃবি সব সূচকে সেরা ফলাফল দেখিয়ে জাতীয়ভাবে প্রথম হয়েছে।
এর আগেও, ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশনে সাবজেক্ট র্যাঙ্কিং, ইমপ্যাক্ট র্যাঙ্কিং ও এশিয়া র্যাঙ্কিংয়ে গাকৃবি জাতীয় শীর্ষস্থান ধরে রেখেছিল। একই বছরে ডব্লিউইউআরআই (ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন)-এ বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবির অবস্থান ছিল ৭৭তম, যা প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান বলেন, এই স্বীকৃতি শুধু গাকৃবি’র নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের গৌরব। আমরা দেখিয়েছি যে পরিকল্পিত কৌশল, গবেষণানির্ভর শিক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশেও একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং মাঠ পর্যায়ের সবার সম্মিলিত পরিশ্রমের ফল। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
কেকে/ আরআই