আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো দৈনিক খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
জাতীয় সংবাদ
১. বন্ধ হলো হাসিনার ভোট করার পথ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলেই তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না; জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো সংশোধন করে এই বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল।
২. নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল
জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আপনাদের আমি বলতে চাই, আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক মহাসমাবেশে তিনি এই আহ্বান জানান।
৩. তিনটি শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে : সালাহউদ্দিন
একটি ‘বিশ্বমোড়ল’ ও দুটি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্বমোড়ল। সবাই এখানে একটা হেজেমোনি (আধিপত্য) সৃষ্টি করার চেষ্টা করছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
৪. ২ লাখ ৩০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীন, কানাডা ও সৌদি আরব থেকে আমদানি করা হবে এসব সার। এতে সরকারের মোট ব্যয় হবে এক হাজার ৮৪৭ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকা। এর মধ্যে এক লাখ ৬০ হাজার টন ডিএপি, ৪০ হাজার টন এমওপি ও ৩০ হাজার টন ইউরিয়া সার রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ
৫. পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী
পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এ বছর যৌথভাবে পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস।
ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
খেলাধুলার সংবাদ
৬. মাঠে ফিরছেন রোহিত-কোহলি
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেই খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। হয়ত এটিই তাদের শেষ আন্তর্জাতিক সিরিজ।
বিনোদন সংবাদ
৭. মুক্তি পাচ্ছে লিটল মিস ক্যাওস
মুক্তি পাচ্ছে নতুন ভাবনার সিনেমা ‘লিটল মিস ক্যাওস’। ৮ অক্টোবর মধ্যরাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর) এটি উন্মুক্ত হবে চরকিতে।
তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নবীন শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্মটি। এতে রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়। অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান প্রমুখ। তবে সিনেমাটির প্রাণভ্রমরা ইরা, মারুফ এবং তার বন্ধুরা।
কেকে/ আরআই