রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষে যখন অন্যান্য প্রার্থীরা পোস্টার, লিফলেট দিয়ে প্রচারণা চালাচ্ছেন, সেখানে অভিনব কায়দায় ভোট চেয়ে সবার নজর কেড়েছেন আব্দুল্লাহ আল কাফী।
নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা করছেন ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এই প্রার্থী।
সোমবার (৬ অক্টোবর) সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারণা চালাতে দেখা যায় তাকে৷
তার এই অভিনব সাজে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। অনেকেই থমকে দাঁড়িয়েছেন, জানতে চেয়েছেন তাঁর এই অভিনব উদ্যোগের পেছনের কারণ।
কেকে/ আরআই