দুর্গোৎসব উপলক্ষে নীলফামারীর শহরের শিব মন্দিরে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নবমী পূজায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নীলসাগর গ্রুপের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে মন্দির কমিটি।
প্রতিযোগিতার ছোট গ্রুপে প্রথম স্থান অধিকার করে শহরের ডালপট্টির শ্রেয়া কুন্ডু, দ্বিতীয় সিংদই গ্রামের নন্দিতা রায় ও রামগঞ্জের বিপাশা রায় তৃতীয় হয়।
আরতি বড় গ্রুপে প্রথম ডিমলার নন্দিতা রায়, দ্বিতীয় বড়বাজারের অর্জুন রায় ও তৃতীয় লক্ষ্মীচাপের শান্তনা রানী চ্যাটার্জি।
শঙ্খ ধ্বনিতে প্রথম কখিাপাড়ার ভারতী রায়, দ্বিতীয় মাধার মোড়ের নিপা সরকার ও তৃতীয় কলেজপাড়ার গৌরি সরকার এবং উলুধ্বনিতে প্রথম কালীতলার বর্ষা রায়, দ্বিতীয় বাবুপাড়ার অনন্য রায় ও তৃতীয় বাবুপাড়ার তেষশী রায়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি তিমির কুমার বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শৈলেশ রায়, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, নীলসাগর গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের অমিত কুমার চাকী, পরিবহন বিভাগের সহকারী ব্যবস্থাপক সঞ্জীব কুমার সাহা, মন্দির কমিটির সহসভাপতি ভুবন মোহন তরফদার।
কেকে/ এমএ