বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) নতুন এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মোহাম্মদ খালেকুজ্জামান, মহাসচিব নির্বাচিত হয়েছেন স্কয়ার হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা.আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, প্রখ্যাত ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আন ম মনোয়ারুল কাদির বিটু। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিফ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মদ আবুল খায়ের।
দেশবরেণ্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টগণের উপস্থিতিতে গঠিত এ নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।
ডা. আনম মনোয়ারুল কাদির বিটু বলেন, সংগঠনের নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আশা করছি, বাংলাদেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে আরও গতিশীলতা ফিরে পাবে।
কেকে/ আরআই