আজ সোমবার, ২৯ সেপ্টেম্বর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো দৈনিক খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. জুলাইয়ে ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়া হয়েছিল : ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা
জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে ঢাকায় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড ও সারাদেশে মোট তিন লাখ পাঁচ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিতে গিয়ে এই তথ্য জানান শেখ হাসিনা ও তার শীর্ষ ২ সহযোগীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। এই মামলার ৫৪ নম্বর সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দিয়েছেন।
২. শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন সহায়তা দিতে চায়। তবে তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই সহায়তা করতে চায় বলে জানান তিনি।
সোমবার রাজধানীর আগারগঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন। এছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে চায় তার দেশ।
৩. ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫
গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো ৭৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৪. পূজায় ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
সোমবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, আমরা আশা করছি এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দিচ্ছে।
৫. ট্রাম্পের চাপে বেকায়দায় নেতানিয়াহু, যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হচ্ছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে অনেকটা বাধ্য হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। সংবাদমাধ্যমটি হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দ্বারপ্রান্তে আছেন নেতানিয়াহু। যা ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৬. যুক্তরাষ্ট্রের বাইরে বানানো ছবির ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমাদের ছবি তৈরির ব্যবসা চুরি করেছে অন্য দেশগুলো। অনেকটা শিশুর থেকে চকলেট চুরির মতো।
গত মে মাসেই ট্রাম্প ছবি শিল্পের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে ওই সময় তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে এ খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ট্রাম্পের এ ঘোষণার পর নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে যথাক্রমে ১ দশমিক ৪ এবং ০ দশমিক ৬ শতাংশ পতন ঘটে।
৭. বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাটের দুটি সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, এ তথ্যই আগেই জানিয়েছিল বিসিবি। তবে টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে।
আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়।
ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দল। নতুন সূচি অনুযায়ী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
৮. মানবজাতির শুদ্ধতা প্রত্যাশায় গানচিত্র
মানবজাতির শুদ্ধতার প্রত্যাশা নিয়ে প্রকাশ হলো পূজা উৎসবের নতুন গান। পিজিত মহাজনের কণ্ঠ ও সুরে গানটি লিখেছেন শেখ নজরুল। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটির নাম ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’।
পিএম রেকর্ডস-এর ব্যানারে ২৮ সেপ্টেম্বর গানচিত্রটি প্রকাশ করেছে এইচএম ভয়েস। গানটিতে পিজিত ছাড়াও কণ্ঠ দিয়েছেন পলাশ, অনিন্দিতা সাহা ও প্রিয়াংকা পিয়া।
৯. আজকের আবহাওয়ার খবর : সারা দেশে বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন
আজকের আবহাওয়ার খবর অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া, ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা যেতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
কেকে/ আরআই