মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে সে দেশে গমন করেছেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তিনি কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করবেন। সফরকালে তিনি চলমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করবেন।
এই সফরে ভাইস-চ্যান্সেলরের সঙ্গে রয়েছেন প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ।
ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান রুটিন দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মাভাবিপ্রবি ও কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MOU) অনুযায়ী ২০২২-২০২৯ মেয়াদে “বাংলাদেশের মেকানিক্যাল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ” শীর্ষক ৭ বছর মেয়াদী সরকারি উন্নয়ন সহায়তা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF) অনুমোদিত এবং কোরিয়া প্রজাতন্ত্রের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে আধুনিক ল্যাবরেটরি প্রতিষ্ঠা, Outcome Based Education (OBE) কারিকুলাম প্রণয়ন, উন্নত অটোমোটিভ গবেষণা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ-ওয়ার্কশপ আয়োজন, যৌথ গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্পটির প্রধান গবেষক (PI) হিসাবে দায়িত্ব পালন করছেন কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হ্যাং মুক চো। তিনিই মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরকে আলোচনাসভা ও গত তিন বছরের একাডেমিক কার্যক্রমের উপস্থাপনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
কেকে/বি