বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: রাজনীতিতে ফেরা কঠিন আ.লীগের      জোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি      ব্যবসায়ীদের দাপটে দর্শক সরকার       আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      
রাজনীতি
বিএনপিকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ শৃঙ্খলার ওপর জোর রশিদ আহমেদের
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৬:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, “আগামী দিনের আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

রশিদ আহমেদ হোসাইনী বলেন, ‘বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে নেতৃত্বে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। তবে প্রতিযোগিতা যেন কোনোভাবেই কোন্দলে পরিণত না হয়।’

তিনি বলেন, ‘বিএনপিতে ভিন্নমত থাকতে পারে, মতের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেটা দল ভাঙার জন্য নয় বরং দলকে শক্তিশালী করার জন্য। দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করলে সেটা আন্দোলনকে দুর্বল করবে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে রশিদ আহমেদ বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দেবেন, নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধান্য না দিয়ে দলের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।’

গত ১৬ বছরের দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সারাদেশের মতো লাকসাম-মনোহরগঞ্জের বিএনপির নেতা-কর্মীরাও ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। কারও ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, কেউ জেল-জুলুম ভোগ করেছেন, কেউ আবার পঙ্গুত্ব বরণ করেছেন। এসব ত্যাগ স্বীকার করা কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের ত্যাগ দলের জন্য সম্পদ। যারা এত দিন নির্যাতিত হয়েছেন, আন্দোলন টিকিয়ে রেখেছেন তাদের অবহেলা করা যাবে না।’

সাম্প্রতিক ঘটনাবলির প্রতি ইঙ্গিত করে রশিদ আহমেদ বলেন, ‘কয়েক দিন ধরে লাকসাম-মনোহরগঞ্জে আমার পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে- এমনকি মঞ্চ ভাঙচুর করা হচ্ছে। যারা এসব করছে, তারা প্রকৃত রাজনৈতিক কর্মী নয়। তারা সুবিধাবাদী, স্বার্থপর ও দলেল ভেতরের স্বৈরাচারী মানসিকতার দোসর। এরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। তাই, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দলকে সামনে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। আন্দোলন তখনই সফল হবে, যখন ত্যাগী কর্মীরা মূল্যায়িত হবে এবং সুবিধাবাদীরা দূরে সরে যাবে।’

রশিদ আহমেদ হোসাইনীর মতে, এই সম্মেলন শুধু একটি সাংগঠনিক আয়োজন নয়; বরং এটি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার এক নতুন সূচনা।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   শৃঙ্খলা   রশিদ আহমেদ হোসাইনী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জলবায়ু পরিবর্তনে নারী কৃষকের প্রাধান্য ও ঝুঁকি প্রসঙ্গে
বেগম জিয়া : নীতি ও আপোসহীনতার প্রতীক
রাজনীতিতে ফেরা কঠিন আ.লীগের
প্রকাশ্যে হত্যাকাণ্ড : দায় কার?
চ্যালেঞ্জ ও আমাদের দায়িত্ব

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close