মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফার্মাসি বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিটি তানভীর ইসলাম তামিম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু স্বাক্ষরিত ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাফিজ ইশতিয়াক, যুগ্ম সাধারণ সম্পাদক জেবা সামিহা করবী, সাংগঠনিক সম্পাদক মো. আবির হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শাফায়াত তানজিম, কোষাধ্যক্ষ মো. উদয় তালুকদার, দপ্তর সম্পাদক সৈয়দা সানজিদা ইসলাম চৈতি, গবেষণা সম্পাদক শেখ সায়মন পারভেজ হিমেল, শিক্ষা সম্পাদক মো. হাসান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাকিল সরকার, প্রচার সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ, প্রকাশনা সম্পাদক তাসনিম রহমান ঐশী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সীমান্ত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোহানুর রহমান শাওন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদকদিপু চন্দ্র বর্মন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মারজিয়া আক্তার, যুব বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ত্রান ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মো. শফিকুল ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক, খন্দকার রিফাত আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক সানিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. মুন্নাফ হোসাইন, কার্যকরী সদস্য সুমাইয়া রেজা সুপ্তি, মো. শাকিল মিয়া আল-আমিন ও মো. তৌহিদুল ইসলাম ।
সভাপতি সুমন মিয়া বলেন,মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার জীবন কালে জুলুম, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে বহু আন্দোলন, সংগ্রাম করেছেন এদেশের কৃষক, শ্রমিক মেহনতী মানুষের অধিকার রক্ষায়। ভাসানীর আদর্শ আমাদের জুলুম, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে লড়তে শেখায় অথচ আফসোস, সেসব উজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে সেই অর্থে তুলে ধরা হয়নি। মাভাবিপ্রবি স্টুডেন্ট হিসেবে ভাসানীর জীবনাদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্বের ভার আমাদের উপরেই বেশি বর্তায় বলে আমি মনে করি। মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশন সে লক্ষ্যেই কাজ করে যাবে।
কেকে/এআর