শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫,
১২ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম: দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস      বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে      টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা      রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা      ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আলবেনিয়া      এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে      বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ      
প্রিয় ক্যাম্পাস
১৮০০ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিল জবি ছাত্রদল
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। তিনদিনে ১৮০০ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিয়েছে তারা।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় তিনি ছাত্রদলের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে বলেন, ছাত্ররাজনীতির ধারায় পরিবর্তন এসেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। যা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এরপর বুধবার স্কিন বিশেষজ্ঞরা এবং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মেডিসিন বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের এই স্বাস্থক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।

তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে গাইনী বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা. উম্মে হানি পৃথ্বী ও ডা. ফাইরুজ ফানান্না। চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. মোরশেদুল ইসলাম সজীব ও ⁠ডা. তানজিনা রহমান। এছাড়া মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. আব্দুল বারী মামুন, ⁠ডা. কামরুল হাসান মুন্না ও ⁠ডা. সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাব্বির শরিফ শাকিল।

সার্বিক বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। বুধবার স্কিন ও বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয় এর পাশাপাশি বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষনীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের আরও এমন মহৎ উদ্যোগ গ্রহণ করবে। আমাদের কাজ এখানেই শেষ হবেনা, ভবিষ্যতেও চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্প থেকে  অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহবান করেছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতে আমদের মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যসেবা   জবি   ছাত্রদল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তিন বছরও হস্তান্তর হয়নি নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
পদ্মায় স্পিডবোট ডুবিতে গৃহবধূর মৃত্যু, আহত ৮
তারাগঞ্জে বিদ্যুৎ স্পর্শে কিশোরের মৃত্যু
সোনারগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে সাত বছরের শিশু ধর্ষণ, জামিনে মুক্ত অভিযুক্ত কিশোর
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ডেজা’র শ্রদ্ধা নিবেদন
শ্রীপুরে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপির বৈঠক
হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে: মুফতী ফয়জুল করীম
রাজবাড়ী‌তে বাঁধন’র দিনব্যাপী কর্মশালা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close