গোপালগঞ্জ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎপল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে ইইই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হাসান সরকার নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে এআইএস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাওহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিবেটিং সোসাইটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা বিজয়ী হন।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান সরকার বলেন, বিতর্ক সংগঠন চিন্তার পাশাপাশি যোগ্য নেতৃত্ব ও ন্যায়ের শিক্ষা প্রদান করে। মানুষের ব্যাক্তিগত ও সামাজিক জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরো শাণিত করে। সর্বোপরি বিতর্ক আত্নবিশ্বাসী ব্যাক্তিত্ব বিনির্মাণের অন্যতম হাতিয়ার।
এছাড়া নব-নির্বাচিত সভাপতি উৎপল চন্দ্র সরকার বলেন, মানুষের সৌন্দর্যের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে চিন্তা। আমি বিশ্বাস করি বিতর্ক মানুষের চিন্তা আর আত্মসচেতনতা সৃষ্টির মাধ্যমে ব্যাক্তিকে নিজের সীমাবদ্ধতা পেরোতে সহায়তা করে এবং ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাবোধ এবং জ্ঞান আহরণের এই প্রতিযোগিতা বিতর্কের মাধ্যমে অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করছি।
উল্লেখ্য, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার একমাত্র সংগঠন জিএসটিইউ ডিবেটিং সোসাইটি। বিতার্কিক তৈরিতে সংগঠনটি নিয়মিত বিতর্কের সেশন পরিচালনা, প্রশিক্ষণ কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
কেকে/ আরআই