বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
প্রিয় ক্যাম্পাস
উপাচার্যের আশ্বাসে রাবিতে শাটডাউন স্থগিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে, তাদের দাবি দ্রুত পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে এবং আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীবের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সালেহ হাসান নকীব শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের দ্রুত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। একইসাথে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপাচার্যের এই আশ্বাসের প্রতি আস্থা রেখে এবং আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠেয় রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে শিক্ষক ফোরাম আপাতত তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।’

‘তবে, প্রফেসর ড. আব্দুল আলিম সতর্ক করে দিয়েছেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তাহলে সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় কঠোর কর্মসূচি চালু করা হবে।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও তাদের শাটডাউন কর্মসূচি ৭ কার্যদিবসের জন্য স্থগিত করেছিলেন।

এ বিষয়ে সালেহ হাসান নকীব বলেন, ‘সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি, আগামী ১৬ তারিখে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।’

কেকে/ এমএ

আরও সংবাদ   বিষয়:  রাবি   রাজশাহী বিশ্ববিদ্যালয়   শাটডাউন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close