চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ তিন দিন পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর (বুধবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জানানো হয়, চাকসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করা সংক্রান্ত ভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান স্ট্যাটিউট অনুযায়ী শুধু নির্বাচনের দিন ও তার পরের দিন অর্থাৎ ১৫, ১৬ অক্টোবর এই দুই দিন পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।
এদিকে চাকসু নির্বাচন পেছানো এবং পরীক্ষা বন্ধের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের তারিখ পেছানোতে ১৫ এবং ১৬ অক্টোবরের পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে। প্রথমে ১২ অক্টোবর নির্বাচনের সিদ্ধান্ত ছিলো। নির্বাচনকে কেন্দ্র করে অধিকাংশ ডিপার্টমেন্ট তাদের পরীক্ষার রুটিন সাজায়। এখন হুট করে নির্বাচন পেছানোতে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হবেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. আকরাম বলেন, আমাদের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান আছে। এর আগে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের মারামারির কারণে পরীক্ষা পিছিয়েছে একবার। এখন ছাত্র সংসদ নির্বাচনের কারণে আরেকবার পেছাচ্ছে। আমি খুবই হতাশ। এতটাই মন খারাপ হয়েছে যে, আমি চাকসুতে ভোটই না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, চাকসু নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে আলোচনা করে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয়। পূজার ছুটির পরে প্রার্থীরা প্রচারণার জন্য খুব বেশি সময় পাবেন না। তাই প্রার্থীদের প্রচারণার সময় বাড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কেকে/ আরআই