জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া, কমনরুমসহ বিভিন্ন বিভাগে মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ পানি পান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।
এ সময় শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত, নিষ্পেষিত এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করতে পারেনি। এজন্য বাংলাদেশ ছাত্রশিবির নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছে। আজকে থেকে আমাদের এই কর্মসূচি চালু থাকবে।
জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সকল সমস্যা দূর করার দায়িত্ব প্রশাসনের। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। নিরাপদ পানির সমস্যা দূর করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা যে দুই-একটি ফিল্টার দিয়েছে তাতে শিক্ষার্থীদের চাহিদা মেটানো সম্ভব হয়নি। তাই ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, পরবর্তী ধাপে আমরা ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করবো। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ছাত্রী হলে ওয়াশিং মেশিন স্থাপন করব। পাশাপাশি আমরা নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং ম্যাশিন স্থাপনের উদ্যোগ হাতে নিয়েছি।
কেকে/ আরআই