সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
প্রিয় ক্যাম্পাস
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সাড়ে চার ঘণ্টা চলা এ কর্মসূচি শেষ হয় রাত ১১টায়।

এদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি থাকলেও পরে তা স্থগিত করা হয়।

আইন বিভাগের শিক্ষার্থী আবু ইয়াকুব জানান, সব রাজনৈতিক স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর অরাজনৈতিক ও রাজনৈতিক সব স্টেকহোল্ডারদের একত্রিত করে নতুন কর্মসূচি দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ছাত্রদল, ছাত্রশিবিরসহ রাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীও এ কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। এদিকে রাত ৮টার পর শুরু হওয়া বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান।

জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভর্তি উপ-কমিটির এক সভায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্যের দায়িত্বে থাকা সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। সিদ্ধান্ত অনুযায়ী, ১০টি শর্ত সাপেক্ষে পোষ্য কোটা চালু করা হবে। রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ঘোষণা দিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে ১ শতাংশও পোষ্য কোটা রাখা হবে না এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর হবে।

কোটা বাতিলের পর থেকেই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছিলেন। সর্বশেষ গত বুধবার তারা তিন দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং ঘোষণা করেন, দাবি না মানলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়, যা শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে নতুন আন্দোলনের ডাক দেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রাবি   পোষ্য কোটা   বিক্ষোভ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close