শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
প্রিয় ক্যাম্পাস
রাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে নিচ্ছেন একের পর এক অভিনব ও সৃজনশীল প্রচারণার কৌশল, যা পুরো ক্যাম্পাসে এনে দিয়েছে প্রাণচাঞ্চল্য।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে প্রচারণা। প্রচলিত প্রচারপত্র ও মৌখিক প্রচারের পাশাপাশি এবার বড় জায়গা দখল করেছে সামাজিক মাধ্যম। ফেসবুক পেজ ও গ্রুপে প্রার্থীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে, সঙ্গে মাঠ পর্যায়ে সরাসরি প্রচারণাও চলছে সমানতালে।

কেন্দ্রীয় সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী কাজী শফিউল কালাম (কে এস কে হৃদয়) প্রচারণা করছেন গানে গানে। তিনি বলেন, “আমি গানের মানুষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তাই এই মাধ্যমেই প্রচারণা করছি।” তার এই সুরেলা প্রচারণা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের একই পদের প্রার্থী জাহিদ হাসান প্রচারণা করছেন গম্ভীরা গানের মাধ্যমে। লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় মাথাল ও কাঁধে গামছা পরে ঐতিহ্যবাহী সাজে ভোট চাইছেন তিনি, যা উপস্থিত শিক্ষার্থীদের করেছে মুগ্ধ।

স্বতন্ত্র ভিপি প্রার্থী মো. আব্দুল নূর প্রচারণায় এনেছেন ব্যতিক্রম। কর্কশিট কেটে বড় করে নিজের ব্যালট নম্বর লিখে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, “দৃষ্টি আকর্ষণের জন্যই এমনটা করেছি। শেষ দুই দিনে আরও নতুন চমক থাকবে।”

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ও সিনেট ছাত্র প্রতিনিধি পদপ্রার্থী মীর কাদির তার প্রচারপত্রে এনেছেন ভিন্নমাত্রা। পুরোনো দিনের টেলিভিশনের ফ্রেমে নিজের ছবি, ব্যালট নম্বর এবং একটি কিউআর কোড যুক্ত করে প্রচারপত্র তৈরি করেছেন। কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে তার ইশতেহার।

একই পদের অপর প্রার্থী ফাহির আমির শিক্ষার্থীদের কাছে তার অঙ্গীকারনামা খামে ভরে চিঠির মতো করে বিতরণ করছেন। এতে যুক্ত হয়েছে এক ব্যক্তিগত ও ঐতিহ্যবাহী ছোঁয়া।

শহীদ জিয়াউর রহমান হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী রিয়াদ খান দুই টাকার নোটের আদলে প্রচারপত্র তৈরি করেছেন। তার ব্যালট নম্বর ২ হওয়ায় এ ডিজাইন বেছে নিয়েছেন। তিনি বলেন, “নোটের ডিজাইন আকর্ষণীয় হওয়ায় শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে প্রচারপত্র নিচ্ছেন।”

ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস (এষা) প্রচারপত্র তৈরি করেছেন হাতের আকৃতিতে। ব্যালট নম্বর ৫ হওয়ায় ‘হাতের পাঁচ’ দেখানোর কৌশল নিয়েছেন তিনি।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী আতাউল্লাহ গাছ আকৃতির প্রচারপত্র বিলি করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে তিনি বলেন, এটি তার পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতীক।

শিক্ষার্থীরা বলছেন, এবারের রাকসু নির্বাচনে প্রচারণার ভিন্নধর্মী রূপ নির্বাচনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে। এসব সৃজনশীল প্রচারণা শুধু প্রার্থীদের পরিচিতিই বাড়াচ্ছে না বরং ক্যাম্পাসে তৈরি করেছে এক ব্যতিক্রমী উৎসবমুখর পরিবেশ।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রাকসু   নির্বাচন   রাজশাহী বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close