শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সহ (জকসু) তিন দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে জবির ৫ শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন তারা।
এদিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ২৮ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
জানা গেছে, অনশন কর্মসূচিতে ইতিমধ্যে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফেরদৌস শেখ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বোটানি বিভাগের একেএম রাকিব। এছাড়াও ২০২০-২১ শিক্ষাবর্ষের ইতিহাসের শাহিন মিয়া এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপু মুন্সি অনশন চালিয়ে যাচ্ছেন।
কর্মসূচির বিষয়ে একে.এম রাকিব বলেন, আমরা তিন দফা দাবিতে অনশন করতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের দাবিগুলো পূরনের ব্যাপারে কোনো আশ্বাস দেয়নি। আমাদের দাবিগুলো পূরন না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, জকসুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি। নির্দিষ্ট কোনো রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো- শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কার্যকর হওয়ার সময়সীমা নির্দিষ্ট করা; বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ; ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ ও কেন্দ্রীয় লাইব্রেরির আধুনিকায়ন।
কেকে/ আরআই