গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অন্যতম সাহিত্যচর্চার সংগঠন “গোবিপ্রবি সাহিত্য সংসদ”-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছান উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন
সহসভাপতি—ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দীপা রানী, হিসাব ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাহিদা আক্তার।
যুগ্ম সাধারণ সম্পাদক—ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. জুবায়ের।
সাংগঠনিক সম্পাদক—বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. রিপন।
অর্থ সম্পাদক—ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাগর বিশ্বাস।
সংশপ্তক সম্পাদক—ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নীলাঞ্জনা সরকার শান্তনা।
সাংস্কৃতিক সম্পাদক—পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শুভ ইসলাম।
তথ্য সম্পাদক—গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রমজান মিয়া।
গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক—গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিক্রম মন্ডল।
কার্যনির্বাহী সদস্যরা হলেন—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নাজিহা তাসনিম নুহা, গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোছা. জান্নাতুন নূরী, গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাহিরা খন্দকার, লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তাজবিহা তাসনিম, পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শাফিল আহমেদ, লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মারিয়া আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নেহরাজ মেহজাবীন নাফিয়া, গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিফা আক্তার।
সভাপতি আছান উল্লাহ বলেন, “গোবিপ্রবিতে বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার অন্যতম প্ল্যাটফর্ম হলো গোবিপ্রবি সাহিত্য সংসদ। বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জায়গা, যেখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি নানামুখী জ্ঞানচর্চায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই সংগঠন সেরা বন্ধু হিসেবে কাজ করতে পারে। সাপ্তাহিক পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে আমরা কাজ করবো। ‘বলার আগে ভাবুন, ভাবার আগে পড়ুন’—এই স্লোগানকে ধারণ করে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব। বই পড়ে নিজের জ্ঞান বৃদ্ধি করে তা রাষ্ট্র ও ক্যারিয়ারে কাজে লাগাতে চাই। এবারের নতুন কমিটি গোবিপ্রবিকে অসাধারণ কিছু প্রোগ্রাম উপহার দেবে বলে আশা রাখছি।”
প্রতিষ্ঠার পর থেকেই ‘গোবিপ্রবি সাহিত্য সংসদ’ শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কেকে/এজে