কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে উত্তেজিত দর্শকদের স্টেডিয়াম ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন কক্সবাজারের ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।
সাইফউদ্দীন শাহীন বলন, ‘অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে তিন সদস্যের কমিটি কাজ করবে হামলা ভাঙচুরের বিষয়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের অন্য কমিটি কাজ করবে অতিরিক্ত টিকিট বিক্রি ও কালোবাজারির বিষয়ে।’
কেকে/ এমএ